বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসির নম্বর ক্লোন করে নির্বাচনী প্রার্থীর কাছে অর্থ দাবি

  • প্রতিনিধি, বগুড়া   
  • ২৮ জানুয়ারি, ২০২৩ ২১:৪৭

ডিসি সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার উপনির্বাচনে এক প্রার্থীকে ফোন দেয় চক্রটি। ওই প্রার্থীর সন্দেহ হলে আমাকে ফোন দেন। সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোস্টসহ আর্থিক লেনদেন না করতে নিষেধ করা হয়েছে।’

বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে উপনির্বাচনে অংশ নেয়া এক প্রার্থীর কাছে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে সতর্কীকরণ পোস্ট দেয়া হয়।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি জেলা প্রশাসক বগুড়া ও উপনির্বাচনের রিটার্নিং অফিসারের অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করা হয়েছে।

এজন্য সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে কেউ অর্থ দাবি করলে যাচাই-বাছাই ও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক বগুড়াকে জানাতে বলা হয়েছে।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে ডিসি সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার উপনির্বাচনে এক প্রার্থীকে ফোন দেয় চক্রটি। তার সন্দেহ হলে আমাকে ফোন দিলে বিষয়টি জানাজানি হয়। সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোস্টসহ আর্থিক লেনদেন না করতে নিষেধ করা হয়েছে।’

বগুড়ার ডিসি আরও বলেন, ‘একটি প্রতারক চক্র প্রশাসনের নাম করে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার জন্য নম্বরটি ক্লোন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

তবে ওই প্রার্থীর নাম ও কী পরিমাণ টাকা দাবি করা হয়েছে, তা প্রকাশ করেননি ডিসি।

এ বিভাগের আরো খবর