বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক সব সময় আগ্রহী বলে জানিয়েছেন বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মার্টিন রাইসারের নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। প্রতিনিধি দলকে নগর ভবনে স্বাগত জানান মেয়র সেলিনা হায়াত আইভী।
প্রতিনিধি দলটি প্রথমে বন্দর নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করে। পরে শহরের শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল লেক, জিমখানা লেক পরিদর্শন শেষে দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন ও পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেয়।
সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সার্বিক বিষয় জেনে দলটি সন্তোষ প্রকাশ করে।
পরিদর্শন শেষে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনাগুলো ভালো ও সুদূরপ্রসারী। তবে দেশে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বিশ্বব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সর্বদা আগ্রহী।’
সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিও শহীদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, আরবান ডেভলপমেন্ট স্পেশালিস্ট ইশিতা এ অবনী প্রমুখ।