রাজধানী কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। সোমবার এ ঘটনার পর সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
এর আগে শনিবার রাজধানীর তুরাগে বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন তার স্ত্রী। আহত ওই ব্যক্তিকে পরে তার এক বন্ধু ঢাকা মেডিক্যালে নিয়ে এলে অস্ত্রোপচার শেষে ভর্তি করা হয়।
কামরাঙ্গীরচরের ঘটনায় আহত ব্যক্তির বাবা জানান, সোমবার বিকেলে তার ছোট মেয়েকে ছেলের স্ত্রী মোবাইল ফোনে জানান যে ওর ভাই ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তারা দ্রুত কামরাঙ্গীরচরে ওই বাসায় গিয়ে দেখেন তার ছেলে রক্তাক্ত অবস্থায় বিছানায় ছটফট করছেন। তখন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।
বিকেলের ঘটনা ঘটার পর সন্ধ্যায় কেন ছেলেকে হাসপাতালে এনেছেন- এমন প্রশ্নে তিনি জানান, পুরুষাঙ্গের বিচ্ছিন্ন অংশ খুঁজে পেতে দেরি হওয়ায় সময়মতো হাসপাতালে আনা যায়নি। এখানে আনার পর চিকিৎসক ছেলেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।
ভুক্তভোগীর মা বলেন, ‘আমার ছেলে প্রেম করে আট বছর আগে বিয়ে করে। তার ঘরে তিনটি সন্তান রয়েছে। ছেলের স্ত্রীর আগে অন্যত্র বিয়ে হয়েছিল। সে ঘরেও তার দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ওদের সংসারে অশান্তি লেগে ছিল। আজ (সোমবার) এই ঘটনা ঘটিয়ে ছেলের বউ তিন সন্তান নিয়ে পালিয়ে গেছে।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া রাত ৭টার দিকে জানান, বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি ইউনিটে ওই ব্যক্তির দেহে অস্ত্রোপচার চলছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।