ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায়। দুপুর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানায় বাহিনীটি।
রাজধানীর কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায়। দুপুর ১২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় বাহিনীটি।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ নিউজবাংলাকে জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে হাজারীবাগ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। নির্বাপণের পর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো যাবে।