স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এক মাস কারাভোগের পর উচ্চ আদালতের জামিনে গত ৯ জানুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বের হয়ে দলীয় কর্মসূচিতেও যোগ দেন তিনি।
গত ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ৭ ডিসেম্বর দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ছাড়াও আহত হন বেশ কয়েকজন।
এক পর্যায়ে পুলিশ দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৫টি ককটেল উদ্ধারের কথাও জানানো হয়। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করে পল্টন মডেল থানায়, মতিঝিল এবং শাহজাহানপুর থানায় আলাদা মামলা হয়।
সেই সংঘর্ষের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সংবাদ সম্মেলনে এসে জানান, তারা নয়াপল্টনেই সমাবেশটি করবেন, বাধা দিলে ব্যবস্থা নেবে জনগণ। সেই রাতেই তাকে এবং মির্জা আব্বাসকে আটক করে ককটেল উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।