নেতা-কর্মীদের অন্তর্দ্বন্দ্ব আওয়ামী লীগের নির্বাচনে হারার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারবে, ক্ষতি করতে পারে, দেশে এমন কোনো দল নাই। নেতা-কর্মীদের অন্তর্দ্বন্দ্বের কারণে দলটি নির্বাচনে হারতে পারে। তাছাড়া অন্য কেউ হারাতে পারবে না। এজন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে জাহিদ মালেক বলেন, ‘দলটির আমলে খুন, গ্রেনেড হামলা, সিরিজ বোমা, মানুষকে পুড়িয়ে মারা আমরা দেখেছি, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো তা হয় না।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমাদের ভুল করলে চলবে না। আমরা যদি রাজনৈতিকভাবে ভুল করি, আপনাদের ছেলে-মেয়ে এবং দেশের বিরাট ক্ষতি হবে। কারণ আমরা যদি নেতা বেছে নিতে ভুল করি, গোটা সমাজের ক্ষতি হবে।’
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডিজেল, পেট্রোল ও গ্যাসের দাম বেড়ে গেছে। কারণ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। বাংলাদেশ তো ডিজেল,পেট্রোল তৈরি করে না। সরকার বিশ্ব বাজার থেকে তিনগুণ দাম দিয়ে জ্বালানি আমদানি করে আনছে, কিন্তু বর্তমানে এগুলো আমদানি করাও কষ্ট। বিদেশ থেকে আমরা যতটুকু জ্বালানি পাই, ততটুকু দিয়ে আমরা কল-কারখানা চালু রাখা হচ্ছে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর মেয়র মো.রমজান আলী প্রমুখ।