বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২৩ ২২:৫৯

পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে দুই শিশু সন্তানসহ ঘর থেকে বের হয়ে আসেন সুমী বেগম। পরে হয়তো তিনি আত্মহত্যার জন্য দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ ঘটনায় রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও দুই শিশুসন্তান প্রাণ হারিয়েছে। শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার ধবল সুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম, তার ছয় বছর বয়সী মেয়ে তাসমিরা তাবাসসুম তাসিন ও ২ বছরের ছেলে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক নিউজবাংলাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। গুরুতর আহত হয় দুই বছরের ছেলে সন্তান।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

পারিবারিক কলহের জের ধরে এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে দুই শিশু সন্তানসহ ঘর থেকে বের হয়ে আসেন সুমী বেগম। পরে হয়তো তিনি আত্মহত্যার জন্য দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এ ঘটনায় রাশেদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ বিভাগের আরো খবর