বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লালমনিরহাটে অপহৃত শিক্ষক ঢাকা থেকে উদ্ধার

  •    
  • ১১ জানুয়ারি, ২০২৩ ১৮:৪২

কেন অপহরণ হলো- এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অপহরণকারীদের সঙ্গে সঙ্গে নুরুল আমিনের আগের কোনো টাকা লেনদেনের বিষয় থাকতে পারে। আসামীদের বৃহস্পতিবার আদালতে নেয়া হবে।’

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ করা লালমনিরহাটের আদিতমারীর একটি স্কুলের প্রধান শিক্ষককে ঢাকার তেজগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আদিতমারী থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মো. নুরুল আমিন উপজেলার দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি একই উপজেলার নামুড়ি এলাকায়।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ৬ জানুয়ারি ভোরে কালো রংয়ের একটি হাইয়েস মাইক্রোবাস ও সাদা রংয়ের একটি মাইক্রোবাসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ১২-১৩ জনের একটি অপহরণকারী চক্রের সদস্য নুরুল আমিনকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি জানান, ওই সময় নুরুর আমিনের ভাই, স্ত্রী ও চাচা ডিবি পুলিশের পরিচয় জানতে চাইলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত করে চলে যায় তারা।

এ ঘটনায় নুরুল আমিনের ছেলে আব্দুর রউফ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার জানান, এরপর আদিতমারী থানা পুলিশ জেলা পুলিশের গোয়েন্দাসহ আইসিটি বিভাগের সহযোগিতায় পাঁচদিন পর মঙ্গলবার ভোরে তেজগাঁও থানা এলাকা নুরুল আমিনকে উদ্ধার করে।

এ সময় ৪৩ বছর বয়সী মো. আব্দুল বারী ও ৩৩ বছর বয়সী শফিউল আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

কেন অপহরণ হলো- এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অপহরণকারীদের সঙ্গে সঙ্গে নুরুল আমিনের আগের কোনো টাকা লেনদেনের বিষয় থাকতে পারে। আসামীদের বৃহস্পতিবার আদালতে নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর