কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে কুমিল্লায় বিএনপির গণ-অবস্থান চলছে।
টাউনহল মাঠে চলমান গণ-অবস্থানের আয়োজন করেছে নগর বিএনপির নেতারা।
গণ-অবস্থান শুরু হয় বুধবার বেলা ১১টা থেকে। জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ, সদস্য সচিব জসিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এদিকে গণ-অবস্থান কর্মসূচিতে বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মিছিল নিয়ে গণ-অবস্থান কর্মসূচিতে আসেন। তবে মঞ্চে সামনের সারিতে বসা নিয়ে মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এ নেতার। পরে কেন্দ্রীয় নেতা বুলুর অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ছাড়াও গণ-অবস্থান কর্মসূচিতে পার্শ্ববর্তী জেলা চাঁদপুর থেকে স্বেচ্ছাসেবকদলের একটি মিছিল গণ-অবস্থানে এসে উপস্থিত হয়।
এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার কারণে বহিস্কৃার হওয়া বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার গণ-অবস্থানে উপস্থিত হলেও দেখা যায়নি কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে।