ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সোমবার বিকেলে এ আদেশ দেন।
দণ্ডিত ২০ বছর বয়সী আকাশ হোসেন যশোরের চৌগাছা উপজেলার চন্দ্রপাড়া হাকিমপুর গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন আগে মহেশপুর উপজেলার মির্জাপুর গ্রামের ১৪ বছর বয়সী এক মেয়ের বিয়ে দেয়া হয় আকাশের সঙ্গে। সোমবার আকাশ তার শ্বশুর বাড়িতে এসেছিল। বাল্যবিয়ে দেয়া হয়েছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে বাল্যবিয়ে প্রমাণ হওয়ায় বাল্যবিয়ে নিরোধ আইনের ২০১৭ সালের ৭(১) ধারা মোতাবেক আকাশ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।