ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় ব্যাপক বিঘ্ন ঘটেছে।
সকাল থেকে অন্তত ৮টি ফ্লাইট শাহজালালে নামতে না পেরে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে ঘন কুয়াশার কারণে আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।
‘এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ৭টি আর ইয়াংগুনে পাঠানো হয়েছে ১টি ফ্লাইট। আর সাতটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি।’
কলকাতায় ডাইভার্ট করা ফ্লাইটগুলো হলো সালাম এয়ার, কুয়েত এয়ার, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারলাইনস, গালফ এয়ার, মালিন্দো এয়ারলাইনস এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
এ ছাড়া এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইয়াংগুনে পাঠানো হয়েছে।
সকাল থেকে ঢাকা ছাড়ার অপেক্ষায় থাকা ওমান এয়ার, বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস, হিমালয়ান এয়ারলাইনস এবং ফ্লাই দুবাইয়ের ফ্লাইট সময়মতো যাত্রা শুরু করতে পারেনি।