সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
জেলার নিউমার্কেট ও মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিউমার্কেট এলাকায় শনিবার ভোরে বাসের ধাক্কায় ভ্যানে থাকা কানাই হালদার নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। ওই সময় ভ্যানের আরও চার যাত্রী আহত হন।
অন্যদিকে শুক্রবার গভীর রাতে জেলা সদরের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম নিহত হন। ওই সময় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হন।
নিহত কানাই হালদার জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে। হামিদুল গাইবান্ধা জেলার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুটি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।