রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
যাত্রী নামিয়ে বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে কয়েকবার লম্বা নিশ্বাস নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহাবুদ্দিন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
উপস্থিত পুলিশ সদস্যরা রিকশার পেছনের নম্বরে যোগাযোগ করলে শাহাবুদ্দিনের ছেলে এনামুল হক ছুটে আসেন। পরবর্তী সময়ে এনামুলের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার বাবার মরদেহ হস্তান্তর করে পুলিশ।
৭০ বছর বয়সী শাহাবুদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার বরগাঁও গ্রামে। অস্থায়ীভাবে আগারগাঁওয়ে থেকে আশপাশের এলাকায় রিকশা চালাতেন তিনি।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মনসুর খান নিউজবাংলাকে বলেন, ‘বৃদ্ধ রিকশাচালক হার্ট অ্যাটাকে মারা গেছেন। আশপাশে উপস্থিত একাধিক পুলিশ সদস্য ও মেট্রোরেলের কর্মচারীরা এ ঘটনা সামনে থেকে দেখেছেন। এরপর তার পরিবারের সদস্যরাও অনুরোধ করে যেন পোস্টমর্টেম (ময়নাতদন্ত) না করা হয়।
‘এটি যেহেতু স্বাভাবিক মৃত্যু আর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও নেই, তাই আমরা ঘটনাস্থল থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে দিয়েছি।
‘এ ঘটনায় কোন মামলা হবে না, তবে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা সুষ্ঠুভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে রেখেছি।’