কুষ্টিয়ার সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে স্কুলশিক্ষক রবিউল ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম মঙ্গলবার বিকেলের দিক এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার রাজিত পুর গ্রামের ফিরোজ ও দেলবার, ফিরোজের ছেলে সবুজ, দেলবারের ছেলে মিজান, একই গ্রামের হোসেন আলী, একই উপজেলার গজনবীপুর গ্রামের সাইদুল ইসলাম এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সিরামপুর গ্রামের ছেলে হেলাল।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। এ মামলার আসামি গোলাম সরোয়ার ও রোবেল রানাকে খালাস দিয়েছে আদালত।
আদালতসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিঠু শেখকে পূর্বপরিকল্পিতভাবে রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে আসামিরা।
২০০৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হত্যা মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল কুদ্দুস আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ৩১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ‘পূর্বশত্রুতার জেরে স্কুলশিক্ষককে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৭ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা পলাতক রয়েছে।’