ঘরে ট্রাংকভর্তি মদ পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের ব্যক্তিগত গাড়িচালক রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রমজান আলী বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয়ের চালক (লাইট) পদে কর্মরত ছিলেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিতে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ‘জাবির সাবেক ভিসির গাড়িচালকের ঘরে মদভর্তি ট্রাংক’ শিরোনামে নিউজবাংলায় সংবাদ প্রকাশিত হয়।
অফিস আদেশে বলা হয়, ‘সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজান আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্মচারীর দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ৫ (খ) ১ ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার ড. বি এম কামরুজ্জামানকে। একইসঙ্গে ডেপুটি কম্পট্রোলার জাহিদুল হককে সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সদস্য সচিব করা হয়েছে।’
তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত বছরের ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের ই-১১১ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় চালক রমজান আলী বাসায় ছিলেন না। পরে এ অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাতে দেখা গেছে, একটি ট্রাংকে ছিল খালি বোতল, অপর একটিতে মদ ভর্তি বোতল ছিল।
তবে এ বিষয়ে চালক রমজান আলী বলেছিলেন, ‘যখন আমার বাসা তল্লাশি হয়েছে, তখন আমি বাসায় ছিলাম না। মদের বোতল কোথা থেকে এসেছে, সেটাও আমি জানি না। এ বিষয়ে আমি রেজিস্ট্রারকে লিখিত দিয়েছি।’