কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় পৌঁছালে এর নিচে কাটা পড়েন দুজন।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন প্রতিবন্ধী দুই যুবক।
উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. জাকারিয়া ও মো. মিজু। দুজনই ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।
স্থানীয়দের বরাতে ওসি জানান, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় পৌঁছালে এর নিচে কাটা পড়েন দুজন।
ওসি জানান, তারা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের আওয়াজ শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। রেললাইন পাড়ি দেয়ার সময় তারা ট্রেনে কাটা পড়েন।