মাগুরায় ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জেরে জনাব আলী বিশ্বাস নামের এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা-কাঞ্চনপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ৫০ বছর বয়সী নিহত জনাব আলী বিশ্বাস পাকা-কাঞ্চনপুর গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।
নিহতের চাচাতো ভাই দবির হোসেন জানান, ১৪ দিন আগে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একই গ্রামের মিজানের সঙ্গে জনাব আলীর বাগবিতণ্ডা হয়। এ নিয়ে পরে দুই পক্ষের বিরোধ মেটাতে সালিশও হয়েছে।
শনিবার সন্ধ্যায় জনাব আলী তার অটো নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় পাকা-কাঞ্চনপুর গ্রামে পৌঁছালে তাকে মিজানসহ কয়েকজন রড ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত জনাব আলী চিৎকার শুরু করলে মিজান তার দলবল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা পরে জনাব আলীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর নিউজবাংলাকে জানান, ঘটনার পরপরই পাকা-কাঞ্চনপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখেও পড়েন পুলিশ সদস্যরা। হত্যার ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।