বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠে মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহটি পাওয়া যায়।
প্রাথমিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫। তার পরনে জ্যাকেট, জিন্স প্যান্ট ও স্যান্ডেল আছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসে। এ সময় তারা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।’
ওসি বলেন, ‘মরদেহের পকেটে পরিচয় শনাক্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি ৷ তার শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। মরদেহের পাশ থেকে একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গেছে।’
ওসি নূরে আলম আরও বলেন, যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন কাজ করছে। কাজ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।’