রাজধানীর মালিবাগ রেলগেটের সামনে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন রাসেল মাহমুদ রুস্তম নামে ৫০ বছর বয়সী ব্যক্তি। তিনি বেসরকারি টেলিভিশন দেশ টিভির নিরাপত্তাকর্মী ছিলেন।
রোববার রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিলাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি রাত ১২টার দিকে। এরপর মালিবাগ রেলগেট সংলগ্ন রেল লাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।’
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রুস্তম রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস সে পথে যাচ্ছিল। ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রুস্তমের ছেলে ফারহান শাহরিয়ার বলেন, ‘আমার বাবা দেশ টিভিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে মালিবাগের বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।’
রাসেল মাহমুদ রুস্তমের বাড়ি ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামে। ঢাকায় মালিবাগ রেলগেটের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই সন্তানের জনক। রুস্তমের মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেয়া হবে বলে স্বজনরা জানান।