কক্সবাজার সদর থানার এসআই মনসুর আহমেদ জানান, সৈকতকর্মীরা ইকবালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সৈকতের সুগন্ধা পয়েন্টে সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সমুদ্রে প্রাণ হারানো ৫২ বছর বয়সী ইকবাল হোসেন গাজীপুরের টঙ্গীর বাসিন্দা। তার বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি।
সৈকতের লাইফগার্ড মোহাম্মদ শুক্কুর জানান, দুপুর ১২টার দিকে গোসলের সময় পানিতে তলিয়ে যান ইকবাল।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনসুর আহমেদ জানান, সৈকতকর্মীরা ইকবালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ইকবালের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।