বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কে প্রাণ হারালেন ৪ বাইকার

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ২৩:৩৪

কিশোরগঞ্জ, ঝিনাইদহ, কুমিল্লা ও মানিকগঞ্জে পৃথক চারটি দুর্ঘটনায় চার মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

কিশোরগঞ্জ: জেলার কটিয়াদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দড়িচরিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ২২ বছর বয়সী জনি মিয়া কুলিয়ারচর উপজেলার ডুবুরিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন জনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল কুদ্দুস বলেন, ‘চোখের পলকেই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পিকআপটি। পরে চালক পিকআপ থেকে নেমে অবস্থা দেখে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।’

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, পিকআপটি শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ: সদর উপজেলার বাদামতলা এলাকায় ট্রাকচাপায় আনন্দ কুমার বিশ্বাস নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধর্মেন্দ্র নামে সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে এবং আহত ব্যক্তি একই উপজেলার আশবা গ্রামের চৈতন্য বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় হতাহতরা মাগুরা থেকে মোটরসাইকেলে চড়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক আরেকটিকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আনন্দ মারা যান। গুরুতর আহত ধর্মেন্দ্র এখন চিকিৎসাধীন আছেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।'

কুমিল্লা: অটোরিকশার সঙ্গে সংঘর্ষে কুমিল্লায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ফৌজদারী এথনিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা ছিলেন।

প্রতিবেশী রাকিব উদ্দিন জানান, মুন্নার ঘোড়ার গাড়ি ছিল। শহরের সবাই তাকে টমটম মুন্না নামে চিনতেন। নগরীর কান্দিরপাড়ে তার হার্ডওয়্যারের দোকান ছিল।

দুপুরের খাওয়া শেষে দোকানেই যাচ্ছিলেন মুন্না। কিন্তু ফৌজদারী এথনিকা স্কুলের সামনে অটোরিকশায় ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে যান।

মাথায় আঘাত পাওয়ায় মুন্নাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে আলমাস হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

উপজেলার উথুলী-পাটুরিয়া সংযোগ সড়কের কাশাদহ এলাকায় রোববার বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

৩৪ বছর বয়সী নিহত আলমাস শিবালয়ের তেওতা এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় একটি কেবল অপারেটর প্রতিষ্ঠানে কাজ করতেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জাকির হোসেন জানান, মোটরসাইকেলে চড়ে শিবালয়ের তেওতা এলাকার দিকে যাচ্ছিলেন আলমাস। সঙ্গে ছিলেন তার সহযোগী সোহেল রানা ও বাচ্চু মিয়া।

কিন্তু কাশাদহ এলাকার সেতুর কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলমাস মারা যান। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর