মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এ ঘটনায় পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে শহরের দরগাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী আহত জামাল হাওলাদার সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। অন্যদিকে অভিযুক্ত পারেভজ ও শাওন খাঁ শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁর ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন পারভেজ ও তার ছোটভাই শাওন। শনিবার রাতে কে বা কারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে।
এ ঘটনার জের ধরেই সকালে শহরের চৌরাস্তা থেকে পুরানবাজারে ভ্যানযোগে মালামাল আনতে যাবার সময় দরগাশরীফ এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালের ওপর হামলা চালায়।
এ সময় জামালের দুই হাতের রগ কেটে ফেলা হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে।
আহত জামালের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর বিচার দাবি করছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।