আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জে ধলেশ্বর ব্রিজের টোল প্লাজায় ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
চিকিৎসাধীন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে মারা যাওয়া ৩২ বছর বয়সী ব্যক্তির নাম বজলুর রহমান বেপারী। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শিবচর থানার ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আ. রহিম ব্যপারি জানান, তারা কয়েকটি গাড়িতে করে আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যোগ দিতে মাদারীপুর থেকে আসছিলেন। পথে ধলেশ্বেরী কুইচ্চামারা ব্রিজের টোল প্লাজায় টোল দেয়ার সময় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের প্রাইভেট কারের ওপরে উঠে যায়।
তিনি জানান, এতে বাস ও প্রাইভেটকারের সাত জন যাত্রী আহত হযন। এদের মধ্যে বজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ধলেশ্বর ব্রিজের টোল প্লাজার দুর্ঘটনায় আহত সাতজন হাসপাতালে এসেছিলেন। কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদের মধ্যে একজন মুগদা হাসপাতালে মারা গেছেন।