বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শামীম ওসমানকে দেখেই কি বিএনপির মিছিল শেষ?

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২২ ২২:২৫

শামীম ওসমানের সঙ্গে কথা বলা সাংবাদিকরা জানান, এমপি শামীম ওসমান তার উত্তর চাষাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু বিএনপির মিছিলে যানজট সৃষ্টি হওয়ায় তিনি গাড়ি থামিয়ে চত্বরের কাছে অবস্থান নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিএনপির মিছিল চলাকালে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানকে গাড়িসহ সড়কে অবস্থান করতে দেখা গেছে চাষাড়াতে।

মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা সমাপ্ত হয়ে যায় চাষাড়া গোল চত্বরেই।

শনিবার বিকেলে নগরীর মিশনপাড়া থেকে শুরু হওয়া জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। এ সময় স্থানীয় নেতারাও মিছিলে উপস্থিত ছিলেন।

প্রশ্ন উঠেছে, শামীম ওসমানকে দেখেই কি গন্তব্যে পৌঁছানোর আগে বিএনপির মিছিল শেষ হয়ে যায়!

প্রত্যক্ষদর্শীরা জানান, মিশনপাড়ায় মিছিল শুরু হওয়ার আগে সমাবেশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। পরে মিছিল নিয়ে তারা চাষাড়ার দিকে আসতে থাকেন। ওই সময় বঙ্গবন্ধু সড়কের চাষাড়া গোল চত্বরের দক্ষিণ পাশে পুলিশ সাঁজোয়া যানসহ অবস্থা করছিল। আর উত্তর পাশে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান গাড়ি থামিয়ে ভেতরে বসে ছিলেন।

গাড়ি বসে হাসতে দেখা যায় শামীম ওসমানকে। তাকে দেখে কয়েকজন সাংবাদিক সেখানে যান। পরে গাড়ির জানালা খুলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন।

শামীম ওসমানের সঙ্গে কথা বলা সাংবাদিকরা জানান, এমপি শামীম ওসমান তার উত্তর চাষাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু বিএনপির মিছিলে যানযট সৃষ্টি হওয়ায় তিনি গাড়ি থামিয়ে চত্বরের কাছে অবস্থান নেন। পরে মিছিল শেষ হলে তিনি বাড়ির দিকে চলে যান।

সংসদ সদস্য শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি ইদানীং মিছিল- মিটিংয়ে খুবই উচ্ছৃঙ্খল মন্তব্য করছে, নোংরা ভাষা ব্যবহার করছে। পুলিশের ওপর হামলা করছে। এতে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মী না, জনতাও তাদের ওপর ক্ষিপ্ত। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। তবে আমাদের দলের কেউ যেন রেগে গিয়ে উল্টা-পাল্টা কিছু না ঘটায়, তাই দাঁড়িয়ে আছি।’

শামীম ওসমানের গাড়ি দেখেই বিএনপির মিছিল শেষ করে দেয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান দাবি করেছেন, ভয় নয়, শক্তি দেখাতেই শামীম ওসমানকে দেখে গোল চত্বরে দাঁড়িয়ে যান নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘প্রথম তো আমাদের বলা হয়েছে, গণমিছিল শেষ হবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে। তবে মিছিল যখন চাষাড়া আসে তখন এমপি শামীম ওসমান সেখানে গাড়ি থামিয়ে আমাদের মিছিল দেখছিলেন। হয়তো তাকে জনসমর্থনের শক্তি দেখাতেই আমাদের মিছিল সেখানে থামানো হয়েছে। আমাদের নাকি লোকজন নাই তাই তাকে লোকজন দেখিয়ে মিছিল শেষ করা হলো।’

গোল চত্বরে একপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম জানান, মিছিলের নামে সড়কে যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ গোল চত্বরে অবস্থান নেয়। সেখানে জল কামানসহ সাঁজোয়া যানও রাখা ছিল।

মিছিলের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হলেও মিছিল শেষ হলে আবার স্বাভাবিক হয়ে যায়।

এ বিভাগের আরো খবর