বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রবাসী স্বামী নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে গেল প্রাণ

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২২ ১৬:৪৫

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কুয়েতপ্রবাসী স্বামীকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল এক নারীর।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েতপ্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী।

দুর্ঘটনায় জান্নাতুলদের বহন করা মাইক্রোবাসটির চালক ২৫ বছর বয়সী ইমাম হোসেনও নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী বেলায়েতসহ ছয়জন।

নিহতের স্বজনরা জানান, বেলায়েত হোসেন ছুটিতে কুয়েত থেকে ফেরেন। তাকে আনতে সপরিবার ঢাকা বিমানবন্দর গিয়েছিল।

শনিবার ভোররাতে ফেনীর দাগনভূঞার বাড়ির উদ্দেশে রওনা হন সবাই। সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদ আলী বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে।

ঘটনাস্থলে চালক ইমাম হোসেন এবং হাসপাতালে নেয়ার পথে জান্নাতুল ফেরদৌস মারা যান। আহত বেলায়েত হোসেন, সাবের হোসেন, সাব্বির হোসেন, ফাহমিদা আক্তার শরিফ উদ্দিন ও লিমন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত ও ছয়জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরো খবর