বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এলাকা বগুড়া থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শনিবার দুপুর পৌনে একটার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীদের মিছিলের আগে সমাবেশে তিনি এই আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘সারা দেশে যুগপৎভাবে মিছিল হচ্ছে। বগুড়ার সন্তান শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান গত ১৯ ডিসেম্বর ১০ দফা দাবি ঘোষণা করেন।’
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আপনাদের এলাকার তারেক রহমানের ঘোষিত ১০ দফা দাবির এই যুগপৎ আন্দোলন প্রথম শুরু করা হোক বগুড়ার মাটি থেকেই।’
আমান উল্লাহ বলেন, ‘প্রায় বছরখানেক আগে থেকে চাল, ডালসহ নিত্যদ্রব্যের দাম বৃদ্ধি করা হয়। তখনই বিএনপি জনগণের জন্য প্রতিবাদ কর্মসূচিতে যায়। ওই সময় নিত্যদ্রব্যের দাম কমানো, কৃষকদের বাঁচার জন্য জ্বালানি তেল, বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন তারেক রহমান।
‘এসব দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচির বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়।’
সমাবেশে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী, খায়রুল বাশার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেবুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির এই মিছিলে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিকে ঘিরে পুলিশ শহরজুড়ে সতর্ক অবস্থান নেয়।