মেহেরপুরে মৌমাছির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
জেলার গাংনী উপজেলার সাহারবাটির মাঠে শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
মৌমাছির কামড়ে প্রাণ হারানো ৪২ বছর বয়সী হায়দার আলী গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।
আহত চারজন হলেন একই গ্রামের ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী।
আহত ব্যক্তিদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। বাজপাখি মৌচাকে হানা দিলে মৌমাছিরা এদিক-ওদিক ছুটতে শুরু করে। ওই সময় ক্ষেতে কাজ করতে থাকা কৃষকদের ওপর মৌমাছি আক্রমণ করে। এতে ক্ষেতেই মৃত্যু হয় হায়দার আলীর।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশঙ্কামুক্ত। গুরুতর অবস্থায় মোহাম্মদ আলী নামের একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।