মাদারীপুর সদর উপজেলায় ইটভাটার উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকসহ অন্তত ৬ জন। এ ঘটনার পর ৬টি ইটভাটা থেকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সদরের পাঁচখোলা ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার পরিবেশ অধিদপ্তর নির্দেশে দুপুরে পাঁচখোলার জেএসবি নামে একটি ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ভাটা ভেঙে ফেলতে গেলে শতাধিক শ্রমিক ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়। এতে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলামের মাথায় ইটের আঘাত লাগে। আরও ৫ জন আহত হয়।
তিনি আরও জানান, বিক্ষুব্ধরা একটি এসক্যাভ্যাটর ভাঙচুর করে। পরে জেলা পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা জেলা প্রশাসকের নির্দেশে অভিযানে এসে হামলার শিকার হয়েছি। আমিসহ আমাদের আরও ৩ জন আহত হয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলে কথা বলে ব্যবস্থা নেব।’