কিশোরগঞ্জ সদরে বাড়ির পাশের নালায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ৪ বছর বয়সী মো. অর্ক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার মাহফুজ মিয়ার ছেলে। আর মৃত ৫ বছর বয়সী সিয়াম সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল এলাকার মাসুদ মিয়ার ছেলে। অর্ক ও সিয়াম মামাতো ফুফাতো ভাই।
দানাপাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত শিশু দুটি তার নাতি। প্রায় তিন মাস আগে অর্কের মা জুয়েনা বেগম মারা গেছেন। এরপর থেকে সে তার মামার বাড়িতে নানির কাছেই থাকত। বৃহস্পতিবার বিকেলে বড় ভাই মাশরুম ও মামাতো ভাই সিয়ামকে নিয়ে খেলতে বের হয় অর্ক।
দুলাল জানান, মাশরুম কিছুক্ষণ পর দৌড়ে ঘরে গিয়ে জানায় অর্ক ও সিয়াম বাড়ির পাশের নালায় পড়ে গেছে। বাড়ির লোকজন গিয়ে নালা থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।