রাজধানীর মিরপুরে একটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে আরও একজনের মৃ্ত্যু হয়েছে। শুক্রবার বিস্ফোরণের পরদিনই মারা যান এক নারী। চার দিন পর মারা গেল আরেক কিশোর।
মঙ্গলবার রাত ৩টার সময় প্রাণ হারায় কিশোর আরিয়ান। তার বয়স ১৪ বছর।
শনিবার মারা যান ৪৫ বছর বয়সী হাজেরা বেগম। শুক্রবারের এসি বিস্ফোরণে তার দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরিয়ান সেই বাসায় কাজ করত।
মিরপুর ১৩ নম্বরের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে হাজেরা ও আরিয়ান দগ্ধ হন। তাদের এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আরিয়ান সেখানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন ছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, এই কিশোরের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।