জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ৬ মাস পর ইউরিয়া উৎপাদন চালু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় শুরু হয় উৎপাদন প্রক্রিয়া। এর আগে ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। সোমবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান এসব তথ্য জানিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারখানাসংশ্লিষ্ট দৈনিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করে। মূল্যবান যন্ত্রাংশগুলো অকেজো হওয়ার শঙ্কা দেখা দেয়। গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে।
জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। ১৭০০ টন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারী এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়।