সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মদিনা শহরের ইয়ানবোতে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী কবির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়ায়েজ উদ্দিনের ছেলে। তিনি মদিনায় গাড়ি চালাতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, ১৫ বছর ধরে কবির সৌদি আরব থাকেন।শনিবার সন্ধ্যায় সড়কের পাশে গাড়ি থামিয়ে কবির বসেছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ দেশে আনতে চেষ্টা চলছে।
নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া নিউজবাংলাকে বলেন, দেড় বছর আগে বাড়িতে এসেছিলেন কবির। কিছুদিনের মধ্যে আবারও দেশে আসার কথা ছিল তার। কিন্তু শনিবার রাতে তার মৃত্যুর খবর আসে।