ঘন কুয়াশায় সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মাঝনদী ও বেড়াচাক্কি চ্যানেলের মুখে অতিরিক্ত কুয়াশা থাকায় শনিবার রাত ৩টা থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা বাড়তে থাকে। রাত আরও গভীর হলে কুয়াশা বেড়ে যাওয়ায় যাত্রী নিরাপত্তা বিবেচনায় নিয়ে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
তিনি আরও জানান, মাঝনদীতে ও বেড়াচাক্কি চ্যানেলের মুখে ঘন কুয়াশা থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়।আগে থেকেই সতর্ক থাকায় মাঝনদীতে কোনো ফেরি আটকা পড়েনি। নদীর কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়ে আসে।