বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ, দীর্ঘ যানজট

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ০৯:১৮

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার ভোররাত থে‌কে ঘন কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে এড়ানো গেছে দুর্ঘটনা।

টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাক‌ায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়। প‌রে সকাল সাড়ে ৭টা থে‌কে সেতু‌তে টোল আদায় শুরু হ‌লে যানবাহন চলাচল শুরু হয়।

রোববার ভোর ৪টা থে‌কে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সল্লা পর্যন্ত বিভিন্ন যানবাহনের সারি দীর্ঘ হ‌য়।

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার ভোররাত থে‌কে ঘন কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে এড়ানো গেছে দুর্ঘটনা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ‘ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যায় না। এতে দুর্ঘটনা এড়া‌তে সেতু‌তে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘ঘন কুয়াশার কার‌ণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়। সকাল সাড়ে ৭টার পর টোল আদায় শুরু হওয়ায় প‌রিবহন চলাচল শুরু হ‌য়েছে।’

এ বিভাগের আরো খবর