মানিকগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় রওশন জাহান সেন্টু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সদর উপজেলার মানরা এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে আজ সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৫১ বছর বয়সী সেন্টু কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর এলাকার নাসিরউদ্দিনের ছেলে। তিনি ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ব্যবসার কাজে সেন্টু ঢাকা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেন্টু নিহত হন। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মাসুদ খান আরও বলেন, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।