বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যেতে চাই’

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ১৯:০০

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।’

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেয়ার আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার রংপুরের পীরগাছায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আশাবাদের কথা বলেন।

উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের উদ্দেশ্য একটি উন্নত ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। আমরা কোন লাভের আশায় মুক্তিযুদ্ধ করিনি।’

এর আগে বাণিজ্যমন্ত্রী মহান বিজয় দিবসের প্যারেড পরিদর্শন করেন

এ সময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজলা চেয়ারম্যান মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, আওয়ামী লীগ সভাপতি মো. তছলিম উদ্দিন, পীরগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার।

এ বিভাগের আরো খবর