বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে কিশোরের পা বিচ্ছিন্ন

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ২৩:৩৪

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’

খাগড়াছড়িতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রাকিব হাসান নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে রাকিবের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরের শালবন এডিসিহিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাকিবের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

আসামিরা হলেন- আব্দুর রহিমের ছেলে মো. হোসেন, আবুল কাশেমের ছেলে রায়হান, শহিদের ছেলে হানিফ এবং আবজাল হোসেনের ছেলে অনিক। তারা সবাই শালবন এডিসি হিলের বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’

রাকিবের বাবা রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাত ৯টার দিকে এডিসিহিল এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টির মীমাংসা করে দেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে রাকিব বাসা থেকে বের হয়ে স্থানীয় আবু বক্করের বাসার সামনে গেলে আসামিরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিভাগের আরো খবর