বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগামীতেও স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিক কবর: মুক্তিযুদ্ধমন্ত্রী

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ০৯:০১

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য কৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সমস্ত অপচেষ্টা করতে থাকে। জনগণ সব সময় অপশক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিক ভাবে কবর রচনা করবে।’

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামীতেও স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য কৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সমস্ত অপচেষ্টা করতে থাকে। জনগণ সব সময় অপশক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতার বিরোধীদের রাজনৈতিক ভাবে কবর রচনা করবে।’

তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এক মাস আগেও তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বলেছে, পাকিস্তান এর চেয়ে ভালো ছিল। এতো বড় ধৃষ্টতাপূর্ণ কথা তারা বলে।’

জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী দল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারা বিরোধিতা করেছে। তাই এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।’

নির্বাচন কমিশন বেনামে জামায়াতে ইসলামীর নিবন্ধনের প্রসঙ্গে তিনি বলেন, ‘বেনামে দিচ্ছে, নিশ্চয়ই বাংলার জনগণ প্রতিবাদ করবে। সেটার আমরা বিরোধিতা করছি, আপত্তি জানাই এবং জনগণকে অনুরোধ করব তাদের সবভাবে প্রত্যাখান করার জন্য। আমরা মনে করি, তারা তাদের স্বাদের ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে ফিরে যেতে চায়।’

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ বিভাগের আরো খবর