জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ৬ সংসদ সদস্যের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। অন্য আসনগুলোর সঙ্গে ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁওয়েও হচ্ছে উপনির্বাচন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীদের পাশাপাশি মাঠে নেমেছেন সাবেক এমপিরাও। বাড়ি বাড়ি গিয়েও বৈঠক করছেন নেতারা। নির্বাচনী এলাকায় আকষ্মিক বইছে শুরু করেছে ভোটের হাওয়া।
বিএনপির ৬ এমপির পদত্যাগে এরই মধ্যে সেসব আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। গেজেটও প্রকাশ হয়েছে। আগামি ৯০ দিনের মধ্যে এসব শূন্য আসনে উপনির্বাচনের বধ্যবাধকতা রয়েছে।
গেজেট প্রকাশের পরপরই ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করছেন সাবেক এমপি ইমদাদুল হক ও সেলিনা জাহান লিটা। বসে নেই ওয়ার্কাস পার্টির সাবেক এমপি ইয়াসিন আলী এবং জাতীয় পার্টির সাবেক এমপি হাফিজ উদ্দীন আহমেদও।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক প্রত্যাশা করছেন দলীয় মনোনয়নের।
১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন ইমদাদুল হক। বর্তমানে তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। উপজেলার প্রবীণ এ রাজনীতিবিদ ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। সে সময় বিএনপি মনোনীত জাহিদুর রহমানের কাছে হেরে যান তিনি।
মনোনয়নের বিষয়ে এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। বলা যায় উপজেলার রাজনীতির মাঠে সবচেয়ে পুরাতন ও অভিজ্ঞ রাজনীতিক আমি। এমপি ও উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছি। তাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত -১ নারী আসনে নির্বাচিত হন সেলিনা জাহান লিটা। তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান৷ আমার বাবা ছিলেন এই আসনের প্রথম সংসদ সদস্য। এই আসনের নারী ভোটারসহ সব পেশার মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমি উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে ওয়ার্কাস পার্টি থেকে এমপি হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসিন আলী। এবার তিনি উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে ইচ্ছুক। বলেন, দল মনোনীত করলে জনগণ আমাকে এমপি নির্বাচিত করবেন, এমন আস্থা আমার আছে।
দলের সবুজ সংকেতের অপেক্ষা করছেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ১৯৮৮, ২০০১ এবং ২০০৮ সালে নির্বাচিত এমপি হাফিজ উদ্দীন। ভোট সুষ্ঠু হবে কিনা, জনগণ ভোট দিতে পারবে কিনা- এসব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই নেতা।
তিনি বলেন, দল থেকে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি৷ দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে পাঠালে আমি অংশ গ্রহণ করবো। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি বিজয়ী হবো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি নির্বাচিত হওয়ায় এলাকায় যুগোপযোগী কোন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা৷ এ ক্ষেত্রে মিশ্র মন্তব্যও রয়েছে অনেকের।
তাদের অভিযোগ, জনগণের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করতে পারেননি এমপি জাহিদুর রহমান।
একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হন জাহিদুর রহমান। সে নির্বাচনে রংপুর বিভাগে একমাত্র বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী ছিলেন তিনি৷
চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছিলেন এমন ছয় সংসদ সদস্যের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। রোববার সন্ধ্যায় ছয়টি আসন শূন্য ঘোষণা করে আলাদা ছয়টি গেজেট প্রকাশ করা হয়েছে।
যে ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো: চাঁপাইনবাবগঞ্জ-২ , ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩ এবং রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন।
বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জমা দেয়া হলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ দেশের বাইরে অবস্থান করায় তার আবেদন গ্রহণ করা হয়নি।