বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতু হয়ে ট্রেনে ঢাকা যেতে চায় রাজশাহীবাসী

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ১৫:০০

রাশেদ রিপন বলেন, এ পথে ট্রেন চলাচলের জন্য রেলওয়ের বাড়তি কোনো খরচ হবে না। বর্তমানে রাজশাহী থেকে এই পথে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটি ট্রেন চলাচল করছে। যাত্রা আরো সহজ করার জন্য পরবর্তী সময়ে পোড়াদহে এলিভেটেড বাইপাস নির্মাণ করতে হবে।

পদ্মা সেতু হয়ে ট্রেনে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার দাবিতে মানববন্ধন করেছে পিপলস সার্ক লিংক ফোরাম নামে একটি সংগঠন।

সাহেব বাজার জিরো পয়েন্টে মঙ্গলবার সকালে মানববন্ধন করা হয়।

মানববন্ধনের আয়োজক সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান বলেন, স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সম্ভব। প্রথম দিন থেকেই এটা করা যেতে পারে। ট্রেন রাজশাহী থেকে ফরিদপুর হয়ে ঢাকা পর্যন্ত সহজে যাতায়াত করতে পারবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচল পদ্মা সেতুর কারণে আরও আকর্ষণীয় হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন বলেন, এ পথে ট্রেন চলাচলের জন্য রেলওয়ের বাড়তি কোনো খরচ হবে না। বর্তমানে রাজশাহী থেকে এই পথে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল করছে। যাত্রা আরও সহজ করতে পরে পোড়াদহে এলিভেটেড বাইপাস নির্মাণ করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন পিপলস সার্ক লিংক ফোরাম-বাংলাদেশের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কল্পনা রায়, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান পাপ্পু, সাংস্কৃতিক কর্মী বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এ বিভাগের আরো খবর