ঢাকা সিলেট মহাসড়কে দ্রুতগামী পরিবহন প্রতিনিয়তই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। পরিবারের একমাত্র উপাজ্জর্নক্ষম লোককে হারিযে পরিবার হারাচ্ছে বেঁচে থাকার পথ। কেউবা হারাচ্ছেন জীবনসঙ্গী, বেঁচে থাকার স্বপ্ন, আশা ভরসা। এমনি করেই কথাগুলো বলেন, ঢাকা সিলেট সহাসড়কে নিত্য যাতায়াতকারী হাসান মিয়া। কত মায়ের বুক যে চোখের সামনেই খালি হয়ে গেল এ সড়কে শুধু চেযে চেয়ে দেখা আর কিছু করার নাই আমাগো। স্থানীয় প্রশাসন শুধু লাশ গুনে গো স্যার।
একদিনে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে দুই লাশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে শেখ ফরিদ (২০) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ( ২৩ সেপ্টেম্বর) উপজেলার আউখাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাও এলাকার সুরুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আউখাব এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে থাকা সিলেটগামী অজ্ঞতনামা ট্রাকের চাপায় এ যুবক গুরুতর আহত হয়। এ সময় আশেপাশের লোকজন স্থানীয় ইউএস-বাংলা বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ভুলতা হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার আউখাব এলাকায় রাস্তা পারাপারের সময় শেখ ফরিদ নামে এক যুবক নিহত হয়েছে।নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাও এলাকার সুরুজ মিয়ার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে রবিন টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি রবিন টেক্সটাইলে অল ওভার প্রিন্ট বিভাগে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কবির উদ্দিন রবিন টেক্সটাইল মিল থেকে ভোর ৬টার দিকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে ধাক্কায় খাদে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম এ ব্যাপারে বলে ন, ঢাকা সিলেট মহাসড়কে ও হাইওয়ে সড়কে হাইওয়ে পুলিশ কর্তব্যরত। ওটা আমাদের বিষয় না। তারপরও আমরা চেষ্টা করছি কিভাবে মানুষ হত্যা কমানো যায়, আমাদের লোক বল সংকট রয়েছে।