বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদপুরে ছেলের হাতে বাবা খুন

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২২ ১১:২৭

কিবরিয়া ও স্ত্রী তাসলিমা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঝগড়ার সময় স্ত্রীকে মারধর করতেন কিবরিয়া। গতকাল বিকেলেও স্ত্রীকে মারছিলেন তিনি। তা দেখে মেজো ছেলে নাইম ফকির ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে একাধিকবার কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কিবরিয়ার মৃত্যু হয়।

ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী কিবরিয়া ফকির রিকশা চালাতেন।

প্রতিবেশী আদেল মাতুব্বর বলেন, কিবরিয়া ও স্ত্রী তাসলিমা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঝগড়ার সময় স্ত্রীকে মারধর করতেন কিবরিয়া। গতকাল বিকেলেও স্ত্রীকে মারছিলেন তিনি। তা দেখে মেজো ছেলে নাইম ফকির ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে একাধিকবার কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কিবরিয়ার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মঈন আহমেদ বলেন, ‘কিবরিয়া ফকিরের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, ছেলে এখনও পলাতক। এ বিষয়ে হত্যা মামলা করা হবে।

এ বিভাগের আরো খবর