ঢাকার বিভাগীয় সমাবেশে আওয়ামী লীগকে মাফ করে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের তার ছিঁড়ে গেছে। এ জন্য তাদের মাফ করে দেন।’
রাজধানীর গোলাপবাগে শনিবার ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে টানা ১০টি বিভাগীয় সমাবেশ করল বিএনপি।
নানা চড়াই-উতরাই শেষে গোলাপবাগে সমাবেশের অনুমতি পায় বিএনপি। এর আগে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের। এতে বিএনপির এক নেতা মারাও যান। ব্যাপকসংখ্যক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কঠোর অবস্থানের কারণে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে আসে বিএনপি। শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগও পাড়া-মহল্লায় অবস্থানের ঘোষণা দেয়।
এসব বিষয় তুলে ধরে সমাবেশে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল। বক্তব্যের শুরুতেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রথম অনুরোধটাই হচ্ছে- আওয়ামী লীগকে মাফ করে দেন। ওদের মাথা খারাপ হয়ে গেছে, তা ওদের কথাবার্তায় বোঝা যাচ্ছে।‘
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘না’।
তখন আলাল বলেন, ‘একটু শোনেন না, মাফ করে দেন। কারণ, যখন একটা সরকারের মন্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে মোনাজাতে বলেন- শেখ মুজিবুর রহমানকে জাহান্নামে দাখিল করে দিও আল্লাহ। তার অর্থ হচ্ছে এদের তার ছিঁড়ে গেছে। ওদের মাথা নষ্ট হয়ে গেছে, পুরোপুরি তার ছিঁড়ে গেছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে আলাল বলেন, ‘ওবায়দুল কাদের বলেন যে দেখিয়ে দেবেন। তিনি তার ভাইকেই ম্যানেজ করতে পারেন না। অন্যদের কী করবেন?
‘আওয়ামী লীগের নেতারা ভয় পাবেন না। আমরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে আন্দোলন করব না।’
‘আওয়ামী লীগ নয়, ক্ষমতায় আছে পুলিশ’
সমাবেশে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুর উদ্দিন খোকন বলেন, ‘আমরা বলেছিলাম যে ১০ তারিখের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। তার আগেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই। পুলিশ ক্ষমতা নিছে, পুলিশ। আজকে পুলিশ দেশ চালাচ্ছে।’