বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সকালে ফাঁকা ঢাকায় দুপুরে শুরু হয়েছে বাস চলাচল।
রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে শনিবার সকালে কোনো বাস না ছাড়লেও দুপুর আড়াইটা থেকে টার্মিনাল থেকে ছেড়ে যায় বাস।
ওই সময় সমাবেশে আসা বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে বাসে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যেতে দেখা যায়।
সমাবেশে যোগ দিতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে জড়ো হন। তারপর তারা যান সমাবেশস্থলে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কোনো বাস না ছাড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সে সময় বাস বন্ধ নেই বলে দাবি করেন পরিবহন মালিক সমিতি। তারা জানান, যাত্রীর অভাবে বাস ছাড়ছেন না।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। ছবি: নিউজবাংলা
বিকেলে বাস চলাচল শুরুর পর এক বাসচালকের সহকারী সেলিম নিউজবাংলাকে বলেন, ‘বাস না চালালে খাব কী? সারা দিন বাস বন্ধ ছিল। আজ কোনো ইনকাম নেই। তাই বাস ছাড়ছি।’
তিনি বলেন, ‘বিএনপির লোকজনের এখন বাড়ি যাওয়ার চাপ বেশি। এখন বাস ছাড়লে ফুল ট্রিপ মারতে পারব। একটু পরে আরও বেশি বাস চলতে শুরু করবে।’