ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে বাগবিতণ্ডার জেরে বাগেরহাটের মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ছুরির আঘাতে নিহত ২০ বছর বয়সী টুটুল হাওলদার গুলিশাখালী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খেলা শেষে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন একই এলাকার বাবুল ও টুটুল। এর একপর্যায়ে টুটুলকে ছুরিকাঘাত করেন বাবুল। এতে গুরুতর আহত অবস্থায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক যুবককে মৃত বলে জানান।
ওসি আরও বলেন, ‘ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের শুরু থেকেই বাগবিতণ্ডায় জড়ান বাবুল ও টুটুল। খেলা শেষে বাবুলের ছুরিকাঘাতে টুটুল নিহত হন।
‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি ধরতে অভিযান চলছে।’