বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোলাপবাগে গিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে: কাদের

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৬

শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বিএনপিকে রাজধানী ফাঁকা করে দেয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন- পুলিশের সঙ্গে কয়েক দফা আলোচনার পর নয়াপল্টন ছেড়ে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে সম্মত হয়েছে বিএনপি। একই দিন সাভারের রেডিও কলোনি এলাকায় একটি পূর্ব নির্ধারিত সমাবেশ রয়েছে আওয়ামী লীগের। তাই বলতে চাই- আমরা চলে যাচ্ছি কাল সাভারে। এই শহর দিয়ে গেলাম।

বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে, ঢাকায় কাল কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নয়াপল্টন ছেড়ে গোলাপবাগে সমাবেশ করতে রাজি হওয়ায় বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে। আন্দোলন কর্মসূচি এখানেই অর্ধেক শেষ।’

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিবাদ সভায় শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি আজ বলে, সরকার নাকি ভয় পেয়েছে। সরকার ভয় পেয়েছে? মহানগর নাট্যমঞ্চে সভা, এদিকে গুলিস্তান, বঙ্গভবনের আশপাশ এলাকায় লোকে লোকারণ্য। আজ ঢাকা সিটিতে বের হয়ে বুঝতে পারলাম আওয়ামী লীগ প্রস্তুত। আমাদের নেত্রীর ডাকে বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রস্তুত।’

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ক্ষমতায়, আমরা কোন অশান্তি চাই না। আমরা কেন বিশৃঙ্খলা করবো। আরও এক বছর বাকি, নির্বাচন হবে ইনশাআল্লাহ।’

শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বিএনপিকে রাজধানী ফাঁকা করে দেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘পুলিশের সঙ্গে কয়েক দফা আলোচনার পর নয়াপল্টন ছেড়ে গোলাপবাগ মাঠে সমাবেশ করতে সম্মত হয়েছে বিএনপি। একই দিন সাভারের রেডিও কলোনি এলাকায় একটি পূর্ব নির্ধারিত সমাবেশ রয়েছে আওয়ামী লীগের। তাই বলতে চাই- আমরা চলে যাচ্ছি কাল সাভারে। এই শহর তাদের দিয়ে গেলাম।’

এ সময় খেলা হবে জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান। যারা আমার সহস্র জননীর বুক খালি করেছে, যারা এদেশের শত শত মায়ের কোল খালি করেছে, সন্তান হারা মায়ের কান্না, স্বামী হারা নববধূর ফরিয়াদ, ভাই হারা বোনের আর্তনাদে বাংলার বাতাস আজও ভারী। যারা ২১ আগস্ট ১৫ আগস্ট ঘটিয়েছে।

যারা ৩ নভেম্বর জেল হত্যা করেছে, যারা জয় বাংলা নিষিদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিষিদ্ধ করেছিল, যারা স্বাধীনতার ভাষণ নিষিদ্ধ করেছিল, যারা হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, আমেরিকা সিঙ্গাপুরে ধরা খেয়েছে। তাদের বিরুদ্ধে খেলা হবে।’

তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, ‘জেলে গিয়ে রাজনীতি করবেন, সেই সাহস তারেক রহমানের নেই। বলে আসবে, কবে আসবে...? ২০০৭ সাল থেকে ১৫ বছর, এতো দিনেও এলো না, আসবে কবে? বিএনপি স্বপ্ন দেখছে দিবাস্বপ্ন। অচিরেই ক্ষমতা কেন্দ্রিক রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে।’

বুধবার ঢাকার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রাণ যায় একজনের। গ্রেপ্তার হয় বিএনপির প্রায় পাঁচশ’ নেতা-কর্মী।

পরদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে আসা একটি বিবৃতি সরকারকে অসন্তুষ্ট করেছে। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এই যে বড় বড় কথা বলেন, দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে; পঁচাত্তরের, একাত্তরের। তার পরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে তো ফাটল ধরবে। সবার সঙ্গে লেনদেন আমাদের আছে। অহেতুক কেন এসব কথা বলেছেন?’

এদিকে তথ্যমন্ত্রী দাবি করেছেন, ‘সরকার শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করেছে সেই কারণেই বিএনপি সারা দেশে ৯টি বড় সমাবেশ করতে পেরেছে এবং ঢাকায়ও যাতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে সে জন্য সরকার সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও বিকল্প চারটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু পার্টি অফিসে বোমা রাখা, পুলিশের ওপর ইট-পাটকেল মারা, হামলা করা, বেআইনিভাবে রাস্তা বন্ধ করে সমাবেশ করা এগুলো শান্তিপূর্ণ সমাবেশ নয়।’

এ বিভাগের আরো খবর