বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্দেহ হলে কমলাপুরে ট্রেন যাত্রীদেরও ব্যাগ তল্লাশি

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৬:০৬

স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্য সাব্বির বলেন, ‘অন্য শুক্রবারের মতোই স্বাভাবিক যাওয়া-আসা রয়েছে যাত্রীদের। কাউকে সন্দেহজনক মনে হলে চেক করা হচ্ছে।’

রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে শুক্রবার বাড়তি সতর্কতা দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সন্দেহজনক মনে হলে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

রেলওয়ে পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতি দেখা গেছে কমলাপুর স্টেশনে। তবে পুলিশ বলছে, কোনো বাড়তি নিরাপত্তা নয়, নিয়মিত কাজের অংশ হিসেবেই তারা তল্লাশি চালাচ্ছেন।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের বাড়তি চাপও দেখা যায়নি।

ঢাকায় শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশস্থল নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে বুধবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনার পরে অপ্রীতিকর ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে তল্লাশি ও নজরদারি শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন মনে হলে দেহ তল্লাশি, এমনকি মোবাইল ফোনও চেক করা হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। ছবি: নিউজবাংলা

বেলা ১২টার দিকে কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের আসা-যাওয়া অন্য দিনের তুলনায় কম। সন্দেহজনক মনে হলে প্ল্যাটফর্মে প্রবেশের মুখে টিকিটের পাশাপাশি চেক করা হচ্ছে ব্যাগ ও জিনিসপত্র। স্টেশনের সামনে দিয়ে গাড়িতে পুলিশের টহল দেখা গেছে। স্টেশনে প্রবেশের মুখেও ছিল পুলিশ ও আনসার সদস্যদের জমায়েত।

তবে স্টেশনের প্রবেশপথে অবস্থানরত পুলিশ জানায়, এটা তাদের নিয়মিত কাজের অংশ। শাজাহানপুর থানার এসআই কাওসার বলেন, ‘কোনো বিশেষ টহল বা তল্লাশি চলছে না। এটা আমাদের রেগুলার ওয়ার্ক।’

স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্য সাব্বির বলেন, ‘অন্য শুক্রবারের মতোই স্বাভাবিক যাওয়া-আসা রয়েছে যাত্রীদের। কাউকে সন্দেহজনক মনে হলে চেক করা হচ্ছে।’

সকালের দিকে তল্লাশি তৎপরতা বেশি ছিল বলেও জানান তিনি।

যাত্রীদের ব্যাগ তল্লাশির বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করলেও তা অস্বীকার করছেন দায়িত্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা বলছেন, বিশেষ কোনো তল্লাশি নয়, অন্য সময়ের মতোই সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসা করা হচ্ছে।

আরএনবি সদস্য শামীম বলেন, ‘তেমন কোনো তল্লাশি করা হচ্ছে না। কিছু জানার থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।’

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়নি। ছবি: নিউজবাংলা

ট্রেন চলাচল ও যাত্রীদের আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের অফিস সহকারী মোহাম্মদ আরজু। তিনি বলেন, ‘নির্ধারিত সব ট্রেনই চলছে। যাত্রীদের বাড়তি কোনো চাপও নাই। অন্যান্য শুক্রবারেও যেমন থাকে, তেমনই আছে। ঢাকার বাইরে থেকে খুব বেশি লোক আসতেও দেখা যায়নি।’

এ বিভাগের আরো খবর