মাগুড়ায় মাদক আছে সন্দেহে একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করতে গিয়ে র্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত তিনজনের দুইজন র্যাব-৬ ঝিনাইদহ এর সদস্য, আরেকজন ধাওয়া করা পিকআপ ভ্যানের চালক। সদরের সাইত্রিশ রাওতড়া নামক স্থানে শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন ৩৫ বছর বয়সী করপোরাল আনিসুর রহমান, মাগুরা সদর হাসপাতালে এসে মারা যান র্যাবের আরেক সদস্য ৩৮ বছর বয়সী ফারুক হোসেন।
নিহত পিকআপ ভ্যানের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
আহত অপর র্যাব সদস্য নাজমুল হোসেনকে ঢাকায় সিএএমইচে পাঠানো হয়েছে।
মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাদক আছে সন্দেহে একটি পিকআপ ভ্যানকে থামতে বলে র্যাব-৬ ঝিনাইদহ এর একটি টিম। তবে গাড়িটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন র্যাবের গাড়িটি ওই পিকআপকে ধাওয়া করে রাওতড়া নামক স্থানে এসে পৌঁছালে সড়ক দুঘটনায় দুই র্যাব সদস্যসহ তিনজন নিহত হয়। আহত হয় র্যাবের আরেকজন।
‘ওই পিকআপ থেকে ৩৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। র্যাবের গাড়ি ও মাদক বহনকারী গাড়িটি ঘটনাস্থলে রয়েছে। সেগুলো উদ্ধারের কাজ চলছে। পরে প্রেস নোট আকারে পুরো বিষয়টি জানানো হবে।’
হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় পুলিশ দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে। একটি মাদক মামলা অন্যটি সড়ক দুর্ঘটনার।
অজ্ঞাতপরিচয় চালকের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে বলেঅ জানান তিনি।