নেত্রকোণার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন।
উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বুনেশ রিছিল কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি কৃষিকাজ করতেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়পুরের বাসিন্দা নাঈম পাঠান জানান, বুধবার দিনে ভারত সীমান্তসংলগ্ন বিজয়পুর জিরো পয়েন্ট এলাকায় গারো পাহাড় থেকে প্রায় ৪০টি বন্য হাতি নেমে আসে। সারা দিন চেষ্টা করেও হাতিগুলো তাড়াতে পারেনি স্থানীয়রা।
পরে রাত ৯টার দিকে তারা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে হাতিগুলো তাড়াতে যান। এ সময় একটি হাতি তেড়ে এসে বুনেশ রিছিলকে পা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান বুনেশ।
নাঈম জানান, আমন মৌসুমে ধান খাওয়ার উদ্দেশ্যে প্রায় সময় বন্য হাতির দল নেমে আসে। এরা ধান ক্ষেত ছাড়াও বাড়িঘরের ক্ষতি করে।
এসআই শফিকুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা এখনও সেখানে অবস্থান করছে।’