বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলার চেষ্টা, মাঠ উদ্বোধন না করেই ফিরলেন মেয়র তাপস

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৪

মেয়র তাপস স্থানীয় একটি মাঠ উদ্বোধনের জন্য গেলে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সেটি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার একপর্যায়ে মাঠ উদ্বোধন না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় স্থান ত্যাগ করেন তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর হামলার চেষ্টা হয়েছে। রাজধানীর বকশীবাজারে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় একটি মাঠ উদ্বোধনের জন্য উপস্থিত হয়েছিলেন মেয়র তাপস। এ সময় ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ওই মাঠ নিজেদের বলে দাবি করেন। উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীরা মেয়রের ওপর হামলার চেষ্টা করেন। পরে মাঠ উদ্বোধন না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় স্থান ত্যাগ করেন মেয়র।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশ একজনকে আটক করে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, মেয়র চলে যাওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে চেয়ার ছুড়তে থাকে। পরে পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে মাঠের অপর প্রান্তে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এ সময় বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

লালবাগ জোনের ডিসি মো. জাফর নিউজবাংলাকে বলেন, ‘হামলার চেষ্টা চালানো সবাই ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আপাতত এইটুকু পরিচয় জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা ব্যবস্থা নিয়েছি। হামলাকারীদের পরিচয় বের করা হবে।’

তবে কোনো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কি না, এমন তথ্য তিনি জানাতে পারেননি। স্থানীয় থানায় খোঁজ নিয়ে জানাবেন বলে আশ্বাস দেন তিনি। পরে যোগাযোগ করা হলে তিনি আর সাড়া দেননি।

এ বিষয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘এখানে কারাগার ও ঢাকা আলিয়া মাদ্রাসার মধ্যে মাঠ মিয়ে মামলা চলমান। মামলার রায়ের আগে বলা যাবে না যে মাঠটি আমাদের বা তাদের। শিক্ষার্থীদের দাবি হলো মাঠের নাম নিয়ে। আমরা এ বিষয়ে সমঝোতার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের এক ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা নিজেরাই তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যায়৷ আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’

হামলার বিষয়ে তিনি বলেন, ‘দাবি থাকলেই শিক্ষার্থীরা কারো ওপর হামলা করতে পারে না। আর পুলিশ আটক করবে এটাও কাম্য নয়।’

এর আগে বুধবার দুপুর ১২টা থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাঠের মূল ফটক অবরোধ করে রাখেন।

এ বিভাগের আরো খবর